৭ মার্চ শপথ নেবেন মনসুর-মোকাব্বির

গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর ও মুকাব্বির খান

 

আগামী ৭ মার্চ শপথ নেবেন একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরাম থেকে নির্বাচিত দুই সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান।

শনিবার (২ মার্চ) বিকালে সুলতান মনসুর বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

সুলতান মনসুর বলেন, আমি ৭ মার্চ শপথ নেওয়ার জন্য সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছি। ঐদিন শপথ নেবো। শত প্রতিকূলতার মধ্যে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের ভোটের সেই মর্যাদা দিতে আমি শপথ নিচ্ছি।

সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ মৌলভীবাজার-২ আসন থেকে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

মোকাব্বির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এবং সুলতান মনসুর একসঙ্গে শপথ নেবো। আমরা চিঠি দিয়েছি। এখন স্পিকার কবে সময় দেন, তার ওপর শপথ নেওয়া নির্ভর করবে।’

গণফোরাম থেকে শপথ নেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে মোকাব্বির খান বলেন, ‘আমার দল শপথ নেওয়ার ব্যাপারে সব সময় ইতিবাচক।’

সিলেট-২ আসন থেকে ‘উদীয়মান সূর্য’ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মোকাব্বির খান।

তাদের চিঠির ব্যাপারে জানতে চাইলে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, আমি নির্বাচনি এলাকা পীরগঞ্জে ছিলাম, চিঠি আসছে কিনা এখন জানতে পারি নাই। আগামীকাল অফিসে গেলে জানতে পারবো। 

এদিকে এই দুই সংসদ সদস্যের শপথ নেওয়ার বিষয়ে জানতে চাইলে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফা মহসিন মন্টু বাংলা ট্রিবিউনকে বলেন, তারা কবে চিঠি দিয়েছেন, তা আমি জানি না। দলের সাধারণ সম্পাদক হিসেবে তো আমার জানা উচিত। আমাদের এই রকম কোনও সিদ্ধান্ত হয়নি যে তারা এককভাবে শপথ নেবেন। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে, শপথ নিতে চিঠি দিতে হলে ঐক্যফ্রন্টের সবাই একসঙ্গে দেবো এবং একসঙ্গে যাবো আন্দোলনের অংশ হিসেবে।

তিনি আরও বলেন, এখন কেউ যদি সিঙ্গেলভাবে শপথ নেওয়ার জন্য চিঠি দেয়, তাহলে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত নিতে হবে।