মহিলা দলের নারী দিবসের ব্যানারে ‘ভুল’




বিএনপির মহিলা দলের মানববন্ধন কর্মসূচিআন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিএনপির অঙ্গ সংগঠন মহিলা দল শুক্রবার (৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে মানববন্ধনের ব্যানার নিয়ে কর্মসূচির শুরু থেকেই কানা-ঘুষা শুরু হয়। ব্যানারে লিখা ছিল, ‘আন্তর্জাতিক নারী দিবস ২০১৯ উপলক্ষে নারীর সমঅধিকার প্রতিষ্ঠা এবং নারী নির্যাতন, খুন ও গণধর্ষণ বন্ধের প্রতিবাদে মানববন্ধন’।

ব্যানারের এমন বক্তব্যে অনেকেই দ্বিধায় পড়েন। প্রশ্ন উঠে ‘নারী নির্যাতন, খুন ও গণধর্ষণ বন্ধের প্রতিবাদ’ নাকি এসব বন্ধের দাবি জানাচ্ছেন মহিলা দলের নেতাকর্মীরা।

ব্যানারের বক্তব্য ভুল অর্থ প্রকাশ করছে কিনা, এমন প্রশ্নের জবাবে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান, ‘আমাদের ব্যানারে কোনও ভুল নেই। আমরা বিশেষজ্ঞদের দেখিয়ে ব্যানার করেছি। যারা বোঝার তারা বুঝতে পেরেছে। আমরা গণধর্ষণ বন্ধে কর্মসূচি দিয়েছি।’

ছবি: নাসিরুল ইসলাম