বঙ্গবন্ধুর কবর জিয়ারত করবেন সুলতান মনসুর


সুলতান মোহাম্মদ মনসুরজাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল গণফোরাম থেকে বহিষ্কৃত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর শুক্রবার (২২ মার্চ) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করবেন। এ জন্য বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন তিনি।

বৃহস্পতিবার দিবাগত রাতে সুলতান মোহাম্মদ মনসুর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি টুঙ্গিপাড়ায় আছি। সকালে জাতির পিতা বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করবো।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীকে মৌলভীবাজার-২ আসনে নির্বাচিত হন সুলতান মোহাম্মদ মনসুর। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত ৭ মার্চ শপথ নেওয়ায় তাকে বহিষ্কার করা হয় দল ও জোট থেকে। আগামী কয়েক দিনের মধ্যে তার সংসদ সদস্যপদ কেন বাতিল করা হবে না, তা নিয়ে সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা রয়েছে গণফোরামের।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ৮ জন প্রার্থী জয়লাভ করেন। নির্বাচনের দিন রাতেই ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানান এই জোটের শীর্ষ দুই নেতা ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জোটের বিজয়ী কোনও প্রার্থী সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না বলেও জানিয়েছিলেন তারা। তবে সে সিদ্ধান্ত উপেক্ষা করে শপথ নেন সুলতান মোহাম্মদ মনসুর।