যৌন হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মানববন্ধনদেশব্যাপী অব্যাহত যৌন হয়রানি, ধর্ষণ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। শনিবার (১৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম হাসিবুল ইসলাম বলেন, ‘দেশে ধর্ষণ, যৌন হয়রানি ও নৃশংস হত্যাকাণ্ড এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। সম্প্রতি ফেনীতে আলিম পরীক্ষার্থী মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে নৃশংসভাবে পুড়িয়ে হত্যাচেষ্টা এবং পরবর্তীতে তার মৃত্যুর ঘটনাটি দেশবাসীকে চরমভাবে ব্যথিত করেছে। এ হত্যাকাণ্ডে জড়িত অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ সকল ঘাতকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘দেশে বহু ধর্ষক ও খুনী বিচারের আওতার বাইরে ঘোরাফেরা করার কারণে এসব অপরাধ দিন দিন বাড়ছে। আমরা চাই নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ডের মূল হোতা অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ জড়িত সবাইকে শাস্তির আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করা হোক। অন্যথায় এই আন্দোলনের দাবানল দেশব্যাপী ছড়িয়ে পড়বে।’
মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুস্তাকিম, সাংগঠনিক সম্পাদক একেএম আব্দুজ্জাহের আরেফী প্রমুখ উপস্থিত ছিলেন।