তারেক রহমানের সঙ্গে একমত নই বলার সুযোগ নেই: গয়েশ্বর

গয়েশ্বর চন্দ্র রায় (ফাইল ফটো)দলীয় সংসদ সদস্যদের শপথের বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তের সঙ্গে একমত নই বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, ‘উনার কাছ থেকে সিদ্ধান্ত এসেছে, কিন্তু তার সঙ্গে একমত নই এ কথা তো বলার সুযোগ নেই।’ দলীয় সিদ্ধান্তে বিএনপির চার সংসদ সদস্যের শপথ নেওয়ার বিষয়ে এক প্রশ্নে সোমবার (২৯ এপ্রিল) রাতে বাংলা ট্রিবিউনকে এ কথা বলেন তিনি। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তারেক রহমানের সিদ্ধান্তে বিএনপির নির্বাচিত চার সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন।
গত ২৫ এপ্রিল ঠাকুরগাঁও-৩ থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ শপথ নেওয়ায় তাকে ‘গণদুশমন’ বলেছিলেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির আচমকা সিদ্ধান্ত পরিবর্তনের প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘প্রথমত দলের সিদ্ধান্ত না জানার কথা না, আমিও জানি। আর আমি ভুল করলে আমি শুধরে নেবো।’
শপথ নেওয়ার কারণে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হবে কিনা এমন প্রশ্নে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘প্রশ্ন তো তৈরি হবে। এই প্রশ্নের উত্তর কী হবে, তা তো যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা বলবেন, তারা পরিষ্কার করবেন। সবকিছুরই একটা প্রশ্ন তৈরি হয়।’