এরশাদ স্বেচ্ছায় আমাকে দায়িত্ব দিয়েছেন: জিএম কাদের

জিএম কাদেরজাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার অবর্তমানে দলে সংকটের শঙ্কা থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন বলে মন্তব্য করেছেন গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‘এরশাদ স্বেচ্ছায় আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন।’ রবিবার (৪ মে) রাত ১১টায় এরশাদ তার বারিধারার প্রেসিডেন্ট পার্ক বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে ছোট ভাইকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার বিষয়টি জানান।

সংবাদ সম্মেলনে এরশাদের লিখিত বক্তব্যের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জিএম কাদের।

কেন দায়িত্ব বুঝিয়ে দিতে এরশাদ এতটা উদগ্রিব, এমন প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, ‘জাপা চেয়ারম্যান মনে করেন তার শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যদিও তার শারীরিক অবস্থা এখন ভালো। তিনি আরও অনেক দিন বাঁচবেন বলে আশা করি। কিন্তু তিনি ভয় পাচ্ছেন। তাই দায়িত্ব ছেড়ে দিয়েছেন। তার অবর্তমানে দলে সংকটের আশঙ্কা থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।’

জাপার চেয়ারম্যানের দায়িত্ব এখন কে পালন করবেন- এরশাদ না জিএম কাদের, এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এরশাদ দলের চেয়ারম্যান। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। চেয়ারম্যানের যাবতীয় ক্ষমতা এখনও এরশাদের হাতেই। আমি শুধু সাময়িক ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যতদিন এরশাদ দৈনন্দিন দায়িত্ব পালনে অপারগ থাকবেন, ততদিন আমি চেয়ারম্যানের দৈনন্দিন কাজ করবো।’

রওশনপন্থীরা তার নিয়োগ মেনে নেবেন কিনা এমন প্রশ্নের কাদের বলেন, ‘আমি গণক নই। তাই বলতে পারছি না কী হবে।’

দলের চেয়ারম্যান হিসেবে তিনি জাপার সংসদীয় দলেরও দায়িত্ব পালন করবেন কিনা জানতে চাইলে জিএম কাদের বলেন, ‘এরশাদই বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করবেন। তার অবর্তমানে কে দায়িত্ব পালন করবেন, তা সময় হলে দেখা যাবে।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ছেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদএদিকে সংবাদ সম্মেলনে দেওয়া সাংগঠনিক নির্দেশে এরশাদ বলেন, ‌‘আমি জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ ঘোষণা করছি, আমার অবর্তমানে দলের চেয়ারম্যানের দায়িত্ব আমার ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের পালন করবেন। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পার্টির নেতাকর্মীদের আহ্বান ও নির্দেশ দিচ্ছি।’

গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এ নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে সাংগঠনিক নির্দেশনায় এরশাদ বলেন, এটি অবিলম্বে কার্যকর করা হবে।

উল্লেখ্য, এ নিয়ে দ্বিতীয়বারের মতো ছোট ভাইকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিলেন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা জাপা চেয়ারম্যান এরশাদ। এর আগে, ২০১৬ সালের ১৭ জানুয়ারি রংপুরে জাতীয় পার্টির কর্মী সম্মেলনে হুসেইন মুহম্মদ এরশাদ তার ছোট ভাই জিএম কাদেরকে কো-চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। পরে রওশনপন্থীরা বাধা হলে রওশন এরশাদকে সিনিয়র কো-চেয়ারম্যান করেন তিনি। কিন্তু গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদে বিরোধী দলের উপনেতা হিসেবে কাদেরকে বেছে নেন। এ বছরের জানুয়ারির তৃতীয় সপ্তাহে গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুরে যাওয়ার আগে ছোট ভাই জিএম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন এরশাদ। কিন্তু গত ২২ মার্চ পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে তিনি জিএম কাদেরকে সরিয়ে দেন। পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা অনুযায়ী ওই সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি।

 আরও পড়ুন:
জিএম কাদেরকে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করলেন এরশাদ

আমি অসুস্থ, তাই জিএম কাদেরকে দায়িত্ব দিলাম: এরশাদ