বগুড়া-৬ আসনে আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু বৃহস্পতিবার

আওয়ামী লীগের দলীয় পতাকাবগুড়া-৬ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে বৃহস্পতিবার (১৬ মে)। সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দলের সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এ ফরম বিক্রি হবে। পরদিন শুক্রবার (১৭ মে) একই সময় ফরম বিক্রি চলবে। শনিবার (১৮ মে) বিকাল ৫টার মধ্যে মনোনয়ন ফরম একই স্থানে জমা দিতে হবে। রবিবার (১৯ মে) বিকেল ৪টায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভা শেষে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে। আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (১৩ মে) এ তথ্য জানানো হয়।
ওই বৈঠকে পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের নাম চূড়ান্ত করা হবে। পঞ্চম ধাপের উপজেলা পরিষদের মনোনয়নপ্রত্যাশীদের আগামী ১৬ ও ১৭ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ এবং ১৮ মে বিকেল ৫টার মধ্যে দলীয় সভাপতির কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিতে বলা হয়েছে।
এদিকে মঙ্গলবার (১৪ মে) বেলা ১১টায় আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকদের যৌথসভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।