দেশে আইন বলতে কিছু নেই: দুদু

কৃষক দলের প্রতিবাদ সভাবাংলাদেশের খারাপ সময় চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘দেশে আইন বলতে কিছু নেই। এখন দুর্বৃত্তের শাসন চলছে, লুটেরাদের শাসন চলছে, অনিয়মের শাসন চলছে। এত খারাপ সময় বাংলাদেশ কেন, এই ভূখণ্ডে কখনো আসেনি।’ শনিবার (২৫ মে) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার ও কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্যের দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী কৃষক দল শাহবাগ থানা এ সভার আয়োজন করে।

শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘পাশের দেশের নির্বাচনের ফল আমরা দেখেছি। সেখানে ভোটকে কেন্দ্র করে মারামারি হয়েছে। তবে মানুষ ভোট দিতে পারে নাই, রাতে ভোট ছিনিয়ে নেওয়া হয়েছে এমন কোনও বিষয় আমরা দেখিনি। ‌কিন্তু আমাদের দেশে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন ছিল ভোট দখলের নির্বাচন। জোর করে ক্ষমতায় আসার নির্বাচন।’

তিনি বলেন, ‘সার্কভুক্ত দেশের মধ্যে একটি মাত্র দেশ বাংলাদেশ, যে দেশের প্রধান বিচারপতিকে পালিয়ে গিয়ে অন্য দেশে আশ্রয় নিতে হয়। সার্কভুক্ত অন্য কোনও দেশের প্রধান বিচারপতি এরকম পরিস্থিতির মধ্যে পড়েননি, এমনকি পাকিস্তান আমলেও যে পাকিস্তানকে আমরা জুলুমের রাষ্ট্র বলতাম, সেই পাকিস্তানের প্রধান বিচারপতিকেও পালিয়ে অন্য দেশে আশ্রয় নিতে হয়নি। সেজন্য এই দেশের বিচারব্যবস্থা সম্পর্কে বিশ্লেষণ করে বলার কিছু নাই। আমি স্পষ্টভাবে একটি কথা বলতে চাই, অনতিবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিন। তারেক রহমানকে দেশে ফিরে আসার সুযোগ দিন।’

বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, ‘প্রধানমন্ত্রী, মন্ত্রী, সচিব যাদেরকে কৃষক খাওয়ায়, সেই কৃষকের বাঁচার অধিকার দিন। তাদের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করুন। কৃষকদের না দেখে যারা ব্যাংকের টাকা চুরি করেছে, ঋণ খেলাপি করেছে তাদেরকে মুক্তি দিচ্ছেন। আর যারা ফসল উৎপাদন করছে, ধান উৎপাদন করছে, এ‌দে‌শের মানু‌ষের খাওয়ার ব্যবস্থা ক‌রে‌ছে তাদের প্রতি আপনাদের করার কিছু নেই। আসলে আপনাদের মায়া, বিবেকবোধ বলতে কিছুই নাই।’

শাহবাগ থানা কৃষক দলের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রতিবাদ সভা ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তকদির হোসেন মোহাম্মদ জসিম, নাজিম উদ্দিন মাস্টার, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নাসির হায়দার, মোজাম্মেল হক মিন্টুসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।