প্রথমবারের মতো ভোটে হলো ড্যাবের কমিটি

ছবি (বাম দিক থেকে) ড্যাব সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ ও মহাসচিব অধ্যাপক আবদুস সালামবিএনপির রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথম দলটির কোনও পেশাজীবী সংগঠনের কেন্দ্রীয় কমিটির শীর্ষনেতা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। শুধু তাই নয়, নির্ধারিত সময়ের মধ্যে এবারই প্রথম কোনও সংগঠনের কাউন্সিলও করতে পেরেছে দলটি।

বিএনপি নেতারা জানান, সাংগঠনিক সংস্কারের অংশ হিসেবে সরাসরি ভোটের মাধ্যমে অঙ্গ সংগঠনের কমিটি করার সিদ্ধান্ত নেয় দলের হাইকমান্ড। এতে সংগঠনের মধ্যে বিদ্রোহ হওয়ার আর কোনও সুযোগ থাকবে না। মূলত এ ভাবনা থেকেই আগামীতেও সরাসরি ভোটে মূল সংগঠনসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি গঠন করা হবে।

শনিবার (২৫ মে) ড্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ মে বিএনপির পেশাজীবী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাবের) কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সংগঠনটির শীর্ষ ৫টি পদের জন্য ২টি প্যানেলে ১০ জনের মধ্যে ভোট হয়। ২৬৪ কাউন্সিলরের মধ্যে ২৪৮ জন ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করেন।

ড্যাবের শীর্ষ ৫ পদের জন্য ডা. হারুন-সালাম ও ডা. স্বপন-বাচ্চু প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। এর মধ্যে নিরঙ্কুশ জয় পেয়েছে ডা. হারুন-সালাম প্যানেল।

নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ডা. হারুন আল রশিদ ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. স্বপন ৯৮ ভোট পেয়েছেন। সিনিয়র সহসভাপতি পদে ডা. মো. আবদুস সেলিম ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. গনি পেয়েছেন ৯২ ভোট।

মহাসচিব পদে অধ্যাপক ডা. মো. আবদুস সালাম পেয়েছেন ১৫৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. বাচ্চু পেয়েছেন ৯২ ভোট। সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. মো. মেহেদী হাসান ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. জোহান পেয়েছেন ১০৬ ভোট। কোষাধ্যক্ষ পদে ডা. মো. জহিরুল ইসলাম শাকিল ১৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. তুষান পেয়েছেন ৭৫ ভোট।

এর আগে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি ড্যাবের আহ্বায়ক কমিটি গঠন করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আহ্বায়ক কমিটিকে ৩ মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করারও নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী ২৪ মে সংগঠনটির কাউন্সিল অনুষ্ঠিত হয়।

আহ্বায়ক কমিটি হওয়ার আগে সংগঠনটির গত ১৮ বছর কোনও কাউন্সিল হয়নি।

ড্যাবের নির্বাচনে ৫ সদস্যের নির্বাচন কমিশন দায়িত্ব পালন করে। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু। কমিশনের অন্য সদস্যরা হলেন অধ্যাপক ডা. সিরাজ উদ্দিন আহমেদ, ডা. শহীদ হাসান, ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ও ডা. ওবায়দুল কবির খান।

নির্বাচন পর্যবেক্ষণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।