জিয়ার অপকীর্তির বিরুদ্ধে প্রথম বিজয় ১২ জুন: ওমর ফারুক চৌধুরী

ওমর ফারুক চৌধুরীবাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, ‘সামরিক শাসক জিয়াউর রহমানের অপকীর্তির বিরুদ্ধে প্রথম বিজয়ের দিন ১২ জুন।’ সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘১৯৮১ সালের এই দিনে জাতির পিতার স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবন উদ্ধার করেছিলেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। এর মধ্য দিয়েই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সংগ্রামে প্রথম বিজয় সূচিত হয়েছিল।’

বিবৃতিতে যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক শাসন জারির মাধ্যমে মুক্তিযুদ্ধের সমস্ত চেতনাকে ভূলুণ্ঠিত করেছিলেন জিয়াউর রহমান। তারই অংশ হিসেবে বঙ্গবন্ধু ভবনের গেট সিলগালা করে ওই বাড়িতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল।’ যুবলীগ চেয়ারম্যান বলেন, ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সেই নিষেধাজ্ঞা বাতিলের জন্য জনমত গড়ে তুলেছিলেন। সেই জনমতের চাপে বিচারপতি সাত্তারের নেতৃত্বাধীন সরকার বাড়িটি হস্তান্তর করতে বাধ্য হয়।’

বঙ্গবন্ধু ভবনকে ইতিহাস এবং চেতনার আকর আখ্যা দিয়ে বিবৃতিতে ওমর ফারুক চৌধুরী বলেন, ‘এই বাড়ি উদ্ধারের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার ধারায় বাংলাদেশকে ফিরিয়ে নেওয়ার সংগ্রামে প্রথম বিজয় সূচিত হয়েছিল। তাই বাঙালি চেতনায় বিশ্বাসী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রতিটি মানুষের উচিত এই দিনটিকে গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করা।’