দাঁতের চিকিৎসা শেষে ফের কেবিনে খালেদা জিয়া

গাড়ি থেকে নামানো হচ্ছে খালেদা জিয়াকে (ফাইল ছবি)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) ডেন্টাল ইউনিটে চিকিৎসা দেওয়া হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। বুধবার (১২ জুন) দুপুরে হাসপাতালের ‘এ’ ব্লকের চতুর্থ তলায় ডেন্টাল ইউনিটে তাকে নিয়ে যাওয়া হয়। প্রায় ঘণ্টাখানেক পর তাকে ফের কেবিনে নিয়ে যাওয়া হয়। ডেন্টাল ও ম্যাক্সিলোফেসিয়াল বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদা আকতারের তত্ত্বাবধানে খালেদা জিয়ার দাঁতের চিকিৎসা দেওয়া হয়। পরে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান বিএসএমএমইউ-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক।

এ কে মাহবুবুল হক বলেন, ‘উনার দাঁতে কিছুটা সমস্যা ছিল। ডেন্টাল ডিপার্টমেন্টে তাকে নিয়ে সেটা কারেক্ট করে দেওয়া হয়েছে; নাথিং, আর কিছু না।’

দাঁতের সমস্যা সম্পর্কে তিনি বলেন, ‘উনার এক সাইডের দাঁতের শার্পনেসের জন্য খেতে অসুবিধা হয়, জিহ্বায় লাগে। সেজন্য ওই দাঁত মসৃণ করে দেওয়া হয়েছে। মেশিন দিয়ে দাঁতের শার্পনেসটা গ্রাইন্ডিং করে সমান করে দেওয়া হয়েছে, যাতে জিহ্বায় খোঁচা না লাগে।’

তিনি আরও জানান, খালেদা জিয়া যেখানে ভর্তি আছেন, সেই কেবিন ব্লকে দাঁত পরীক্ষার মেশিন আনা সম্ভব হয়নি। তাই তাকে গাড়িতে করে ডেন্টাল অনুষদে নেওয়া হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমানে তার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো। ডায়াবেটিস আগের চেয়ে নিয়ন্ত্রণে আছে, নিয়মিত ইনসুলিন দেওয়া হচ্ছে।’

‘খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তার মুখে প্রচণ্ড ব্যথা, হাত নাড়াতে পারেন না’ বলে তার ব্যক্তিগত চিকিৎসকদের অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে বিএসএমএমইউ-এর পরিচালক বলেন, ‘তারা আমার সঙ্গে কোনও যোগযোগ না করে কিংবা বিএসএমএমইউ কর্তৃপক্ষের সঙ্গে কথা না বলেই এমন মনগড়া বক্তব্য দিচ্ছেন।’