‘ব্যাংক লুট’ বন্ধে বাজেটে বাস্তব পদক্ষেপ নেই: জাসদ





জাসদপ্রস্তাবিত বাজেটের আকার গত কয়েক বছরের মতো ক্রমবর্ধমান হলেও বিদায়ী বছরের সংশোধিত বাজেটের লক্ষ্য পূরণ না হওয়ার করুণ ইতিহাসের পুনরাবৃত্তি বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাসদ। দলটির ভাষ্য, বড় আকারের ঘাটতি এবং আরও বড় দেশি-বিদেশি ঋণের ফাঁদে দেশ আটকে যাচ্ছে।
বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এক বিবৃতিতে শনিবার (১৫ জুন) প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।
তারা অভিযোগ করে বলেন, বাজেট বাস্তবায়নের সক্ষমতা বাড়ানো, প্রত্যক্ষ আয়কর বাড়ানো, কর ফাঁকি রোধ, কালো টাকা উদ্ধার ও ব্যাংক খাতে দুর্নীতি-লুটপাট প্রতিরোধ করে ঘাটতি মোকাবিলার কোনও বাস্তব প্রাতিষ্ঠানিক কর্মকৌশল এ বাজেটে নেই।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বাড়ার পরিসংখ্যান দেখিয়ে আত্মতুষ্টি আছে, কিন্তু এ প্রবৃদ্ধি যে বেকারদের কাজ সৃষ্টি করছে না, উৎপাদশীল খাতে বিনিয়োগ বাড়াচ্ছে না, তার উদ্বেগের কথা নেই। হতদরিদ্র ও প্রান্তিক মানুষ, বীর মুক্তিযোদ্ধাদের জন্য সামাজিক নিরাপত্তাবলয় ও আকার বাড়ানোর প্রশংসা করা হলেও দেশের উন্নয়ন পরিসংখ্যানের তুলনায় প্রান্তিক মানুষদের জন্য এ পদক্ষেপ ‘পর্বতের মূষিক প্রসবের মতো’ বলে অভিযোগ করা হয় বিবৃতিতে।

প্রসঙ্গত, ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট গত বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে।