সংগঠনের শৃঙ্খলা ভঙ্গকারীদের শাস্তি দেওয়া হবে: ওবায়দুল কাদের

সেতু মন্ত্রণালয়ে ওবায়দুল কাদের (ফাইল ছবি) দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সাম্প্রতিক বিভিন্ন নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে দলের সভাপতির সঙ্গে আলোচনা হয়েছে। যারা শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আভাস দিয়েছেন তিনি। দলের কার্যনির্বাহী সংসদের পরবর্তী বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’

বুধবার (১৯ জুন) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন তিনি। দলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতুমন্ত্রী।

দ্রুত সদস্য সংগ্রহ অভিযান শুরু করার তাগিদ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কমিটি করতে গিয়ে দলের লোক খুঁজবেন। কেউ নিজের থাকবে না। সবাই আওয়ামী লীগের, সবাই শেখ হাসিনার সঙ্গে থাকবে, আওয়ামী লীগের আদর্শের সঙ্গে থাকবে। কেউ নিজের লোক খুঁজবেন না, এই নিজের লোক কখনও চিরস্থায়ী হয় না, দলের জন্য লোক সৃষ্টি করেন। কেউ যদি দায়িত্ব পালন করতে গিয়ে কোটারি করেন, দলের মধ্যে উপদল সৃষ্টি করেন, যদি ঘরের মধ্যে ঘর করতে যান, তাহলে যখন আপনার ক্ষমতা থাকবে না; তখন কেউ আপনাকে সালাম দেবে না।’

কেন্দ্রীয় সম্মেলনের আগেই সহযোগী সংগঠনের সম্মেলন

আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় ওবায়দুল কাদের আরও বলেন, ‘যেসব সহযোগী সংগঠনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তাদের জাতীয় সম্মেলনের আগে সম্মেলন করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু সহযোগী সংগঠন নয়, আওয়ামী লীগের জেলা, মহানগর, উপজেলা, থানাসহ যেসব শাখা সংগঠনগুলোর মেয়াদোত্তীর্ণ হয়েছে; তাদেরও নিজ নিজ শাখার সম্মেলন কাজ সমাপ্ত করার জন্য কেন্দ্র থেকে নির্দেশনা পাঠানো হয়েছে।’

ঢাকা মহানগর উত্তরের সভাপতি এ কে এম রহমত উল্লাহর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মহানগর উত্তরের সহ-সভাপতি শেখ বজলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাধারণ সম্পাদক সাদেক খান, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, কাদের খান, কোষাধ্যক্ষ ওয়াকিল উদ্দিন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র গোলাম মোস্তফা, ডেইজি সারোয়ারসহ থানা ও ওয়ার্ডের নেতারা। সভা পরিচালনা করেন সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক রানা।