রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারকে বাধ্য করতে হবে: মির্জা ফখরুল





মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২০ জুন) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘বিশ্ব শরণার্থী দিবস আমাদের জন্য তাৎপর্যপূর্ণ। কারণ, বাংলাদেশ বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থী আশ্রয় দিয়েছে।’
মাতৃভূমি থেকে উচ্ছেদ হওয়া রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশের জনগণ ঝাঁপিয়ে পড়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘তাদের নাগরিক হিসেবে মর্যাদা দিয়ে নিজ দেশে প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে বাধ্য করতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে। আমি বিশ্ব শরণার্থীদের প্রতি সমব্যথী এবং তাদের নিজ দেশে মাথা উঁচু করে ফেরার প্রত্যাশা করছি।’
বিবৃতিতে দাবি করা হয়, জাতিগত দাঙ্গা, সংঘাত-সহিংসতা ইত্যাদি কারণে নিজ দেশ থেকে উচ্ছেদ হয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে মানুষ ভিন্ন দেশে যাচ্ছে। সেসব দেশেও ক্ষুধা ও বেকারত্বের তাড়নায় অপরাধের সঙ্গে জড়িয়ে স্থানীয় সংস্কৃতির জন্য হুমকি হয়ে উঠছে তারা। এতে নতুন নতুন সংকট তৈরি হচ্ছে।