প্রধানমন্ত্রীর বক্তব্য সর্বৈব মিথ্যা: মির্জা ফখরুল

 

স্থায়ী কমিটির বৈঠকের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিচালক মাসুদুর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ জুন) দলটির স্থায়ী কমিটির বৈঠকের পর এ ব্যাপারে কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিচালক মাসুদুর রহমান বুয়েট ছাত্রদলের ভিপি ছিলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্য সর্বৈব মিথ্যা। আমরা তার (মাসুদুর) সম্পর্কে খোঁজখবর নিয়েছি এবং সব তথ্য সংগ্রহ  করেছি। তিনি কোনও দিনও ছাত্রদলের রাজনীতি সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি বুয়েটের নন, কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিলেন। ছাত্রজীবনে সম্ভবত তিনি বাম সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, এ বিষয়ে আমরা জানি না। বর্তমানে তিনি বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ এর সঙ্গে জড়িত।’

বগুড়া-৬ উপনির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা হয়েছে দাবি করে বিএনপির মহাসচিব আরও বলেন,  ‘সেখানে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। আমার মনে করি, ইভিএম সত্যিকার অর্থে জনগণের ভোটাধিকার নিশ্চিত করে না। বিএনপি ইভিএমের বিরুদ্ধে।’

বয়সসীমা না করে ধারাবাহিক কমিটি গঠনের দাবিতে ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরদের আন্দোলনের প্রসঙ্গে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘তাদের দাবি অযৌক্তিক।’

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ওপর বিক্ষুদ্ধ ছাত্রদল নেতাকর্মীদের হামলার ঘটনায় নিন্দা জানান তিনি।

এদিকে ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখারও সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল।

এছাড়াও মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও জানান, ব্যারিস্টার আমিনুল ইসলাম এর মৃত্যুতে শোক প্রকাশ এবং তার আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে দলের স্থায়ী কমিটির বৈঠকে ।

আরও খবর: খালেদা জিয়ার মুক্তির দাবিতে চার সপ্তাহ কর্মসূচির সিদ্ধান্ত বিএনপির