খালেদা জিয়ার মুক্তির দাবিতে জুলাইয়ে কর্মসূচি দেবে ২০ দলীয় জোট





খালেদা জিয়াখালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী মাসে ঢাকাসহ বিভিন্ন মহানগরে কর্মসূচি পালন করবে ২০ দলীয় জোট। জোটের সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের প্রধান নেত্রীর দ্রুত মুক্তির লক্ষ্যে জুলাইয়ে ঢাকাসহ বিভিন্ন মহানগরে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৪ জুন) রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠক শেষে তিনি এ কথা জানান। তবে কর্মসূচির ধরন নির্ধারণ করা হবে আগামী সভায়।
বৈঠকে জামায়াতে ইসলামীর কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
নজরুল ইসলাম খান বলেন, ‘জোটের নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার বশে কারাগারে আবদ্ধ করে রাখার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছে জোট। বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, প্রস্তাবিত বাজেট, কৃষকদের উৎপাদিত পণ্যে ন্যায্যমূল্য নির্ধারণসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।’
এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘২০ জোট বিরাট শক্তি। এ জোটে ঐক্য সুদৃঢ় আছে, এখানে কোনও সংকট নেই।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে নজরুল ইসলাম খান, ইসলামী ঐক্যজোটের অ্যাডভোকেট এমএ রকীব, জাতীয় পার্টির (কাজী জাফর) জাফরুল্লাহ খান চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের মাওলানা নুর হোসেইন কাশেমী, অপর অংশের মাওলানা মহিউদ্দিন ইকরাম, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির সাহাদাত হোসেন সেলিম, কল্যাণ পার্টির এম এম আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।