জাতীয় পার্টির নেতা ঠিক করা সরকার দলের কাজ নয়: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের (ফাইল ছবি)সরকার বিরোধী দলের অভ্যন্তরীণ কোনও বিষয়ে হস্তক্ষেপ করে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিরোধী দলের নেতা কে হবেন, তা জাতীয় পার্টির অভ্যন্তরীণ বিষয়, তারাই সিদ্ধান্ত নেবে। তাদের নেতা কে হবেন, তা ঠিক করা সরকারি দলের কাজ নয়।’

বৃহস্পতিবার (২৭ জুন) মন্ত্রণালয়ের সভাকক্ষে সম-সাময়িক বিষয় নিয়ে আলাপকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ সাহেব এখনও জীবিত, এছাড়া দলটির উপনেতা হিসেবে আছেন রওশন এরশাদ। অতএব, তাদের দলের বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবেন।’

সম্প্রতি দ্বিতীয়বারের মতো ছোট ভাই জিএম কাদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা দেন এরশাদ। এতে সংসদে বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদের অনুসারীরা নাখোশ হন। এরইমধ্যে বুধবার (২৬ জুন) সকালে রাজধানীর বিশেষায়িত হাসপাতাল সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় এরশাদকে। পরে তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা। এরশাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় দলের সুপ্রিম নেতা কে হচ্ছেন, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে জল্পনা-কল্পনা।
আরও পড়ুন:

আইসিইউতে এরশাদ
নাখোশ রওশনপন্থীরা, এরশাদের নতুন সিদ্ধান্তের অপেক্ষায় 

জাতীয় পার্টিকে নিয়ে আর বেচাকেনা হবে না: জিএম কাদের