এরশাদের আসন শূন্য ঘোষণা করলো সংসদ সচিবালয়

হুসেইন মুহম্মদ এরশাদ

শূন্য ঘোষণা করা হয়েছে জাতীয় সংসদের রংপুর-৩ আসন। ওই আসনের নির্বাচিত সংসদ সদস্য, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে এ আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়।  সংসদের রুটিন দায়িত্বে থাকা সচিব অ ই ম গোলাম কিবরিয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এতে আজ রবিবার (১৪ জুলাই) থেকে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

বার্ধক্যজনিত কারণে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ ১৪ জুলাই সকালে মারা যান। মঙ্গলবার রংপুরে তাকে দাফন করা হয়েছে।

গেজেটে বলা হয়েছে, হুসেইন মুহম্মদ এরশাদ ১৪ জুলাই মৃত্যুবরণ করায় তার সংসদীয় আসন রংপুর-৩ শূন্য ঘোষণা করা হয়েছে।  সংসদ সচিবালয় এই গেজেট  এখন নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়ে দেবে।

পরে শুন্য ঘোষিত এ আসনে আগামী তিন মাসের মধ্যে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী কোনও সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাকতা রয়েছে।