ডেঙ্গু প্রতিরোধে বিএনপি নেতাকর্মীদের ভূমিকা রাখার আহ্বান





ডেঙ্গু প্রতিরোধে দেশ ও মানুষের স্বার্থে বিএনপির নেতাকর্মীদের জনসচেতনতামূলক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সোমবার (৫ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার মুক্তি ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এক সভায় তিনি এ আহ্বান জানান।
ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে— এ দাবি করে গয়েশ্বর রায় বলেন, ‘সবাইকে ঐবদ্ধভাবে জনগণের মাঝে দাঁড়িয়ে এর প্রতিরোধ করতে হবে।’
দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেন, ‘এই অবৈধ সরকার প্রতিটি ক্ষেত্রের মতো ডেঙ্গু প্রতিরোধেও ব্যর্থ।’ দলীয় নেতাকর্মীদের জনগণের সঙ্গে থাকার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহসভাপতি মুন্সি বজলুল বাসিদ আঞ্জু, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান প্রমুখ।