কাশ্মিরিদের সঙ্গে ভারত বিশ্বাসঘাতকতা করেছে: খেলাফত মজলিস





ভারত সরকার সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে কাশ্মিরিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। এ বিশ্বাসভঙ্গের পরিণাম ভারতের জন্য শুভ হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে খেলাফত মজলিস আয়োজিত এক মানববন্ধন থেকে খেলাফত মজলিসের মহাসচিব এ হুঁশিয়ারি দেন।
আহমদ আবদুল কাদের বলেন, ‘ঐতিহাসিকভাবে কাশ্মির ভারতের অংশ ছিল না। যে শর্তের ভিত্তিতে কাশ্মিরকে ভারতের সঙ্গে একীভূত করা হয়, সংবিধান থেকে সেই ধারা বাতিল মানেই চুক্তি লঙ্ঘন। আজকে পুরো কাশ্মিরকে অবরুদ্ধ করে, ১৪৪ ধারা জারি করে, ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে কাশ্মিরি জনগণের ওপর ভয়াবহ জুলুম চালানো হচ্ছে।’ কাশ্মিরি মুসলমানদের জীবন নিয়ে বিশ্ববাসী আজ গভীরভাবে শঙ্কিত বলে মন্তব্য করেন তিনি।
১৯৪৮ সালের জাতিসংঘ প্রস্তাবনা অনুযায়ী কাশ্মিরি জনগণের মতামতের ভিত্তিতেই গোলযোগপূর্ণ কাশ্মির সমস্যার সমাধানের দাবি জানিয়ে খেলাফত মজলিস মহাসচিব বলেন, ভারত সরকারের এ পদক্ষেপ কাশ্মিরি জনগণের অধিকারের ওপর যেমন চরম আঘাত, একইসঙ্গে তা পুরো উপমহাদেশের স্থিতিশীলতার জন্যেও মারাত্মক হুমকি। এ ব্যাপারে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মানববন্ধনে সংগঠনটির ঢাকা মহানগর সভাপতি শেখ গোলাম আসগর, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আজীজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।