আ.লীগের চীন সফর নিয়ে জটিলতা কেটেছে

আওয়ামী লীগ

আগামী ৪ সেপ্টেম্বর চীন সফরে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। চায়না কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সেদেশে যাচ্ছে দলটি। কোনও ধরনের জটিলতা ছাড়াই গত কয়েক বছরে এ ধরনের বেশ কয়েকটি সফরে গেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল। তবে এবার চীন সফর নিয়ে বেশ কিছু জটিলতার মুখে পড়ে দলটি। প্রথমদিকে দুয়েকজন ছাড়া দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কেউই চীন সফরে যেতে চাচ্ছিলেন না। আবার প্রতিনিধি দলের নেতা কে হবেন, এটা নিয়েও টানাপোড়েন দেখা দেয়। শেষমেশ এই জটিলতা কেটেছে। তবে চীন সফরে ২০ সদস্যের প্রতিনিধি দলে যারা যাচ্ছেন, এটা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা।

আওয়ামী লীগ সূত্র জানায়, এবার সফরের প্রতিনিধি দল এবং দলনেতা নির্বাচন নিয়ে শুরুতেই জটিলতা তৈরি হয়। প্রথমে দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপকে দলনেতা ঠিক করা হয়। কিন্তু পরে ঘোষণা আসে, প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু। তখন গোলাপ কৌশলে প্রতিনিধি দল থেকে নাম প্রত্যাহার করে নেন। তবে রবিবার (১ আগস্ট) সন্ধ্যায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এক বৈঠকে সব জটিলতার অবসান হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিনিধি দলের একজন সদস্য জানান। তিনি জানান, ওই বৈঠকে আব্দুল মতিন খসরু, আব্দুস সোবহান গোলাপসহ প্রতিনিধি দলের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। তবে বৈঠকে উপস্থিত থাকলেও শেষপর্যন্ত চীন যাচ্ছেন না গোলাপ।

এদিকে, শুরুতে চীন সফরের জন্য কেন্দ্রীয় নেতাদের নাম চাইলে তেমন কেউই আগ্রহ দেখাননি। একে তো গত কয়েক বছরে অনেকেই একাধিকবার এ ধরনের সফরে গেছেন। এ ছাড়া, আগামী অক্টোবরে আওয়ামী লীগের ভারত সফরে যে প্রতিনিধি দল যাওয়ার কথা রয়েছে, তাতে যেতে চান বেশিরভাগ নেতা। বিগত প্রতিটি সফরে প্রতিনিধি দলে কেন্দ্রীয় নেতাদের বাইরে কেউ ছিলেন না। কিন্তু এবারই প্রথম মহানগরের দ্বিতীয় সারির দুই নেতা, সংরক্ষিত মহিলা আসনের দু’জন সংসদ সদস্য এবং চারজন সাংবাদিক যাচ্ছেন এই প্রতিনিধি দলে। এতে প্রতিনিধি দলের মান কমে যেতে পারে এবং চীন বিষয়টি সহজভাবে নাও নিতে পারে বলে দলের ভেতরে আলোচনা শুরু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একজন নেতা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অন্যবারের মতো এবারও চায়না কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এ সফর হতে যাচ্ছে। এবারের প্রতিনিধি দলে কেন্দ্রীয় নেতাদের বাইরেও অনেকেই আছেন। চায়না বিষয়টি কিভাবে নেবে, সে প্রশ্ন থেকেই যাচ্ছে।’

আওয়ামী লীগ সূত্র জানায়, আব্দুল মতিন খসরুর নেতৃত্বে প্রতিনিধি দলে আছেন তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য দীপংকর তালুকদার, অ্যাডভোকেট আজমত উল্লাহ, অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাওছার, রফিকুর রহমান, আমিরুল ইসলাম মিলন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, উত্তরের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নাজমুল আলম, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ড. সেলিম মাহমুদ ও তরুন কান্তি দাস, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অপরাজিতা হক ও বাসন্তি চাকমা এবং চার সাংবাদিক। এর মধ্যে তরুন কান্তি দাস আবার চায়না আওয়ামী লীগের সভাপতি।