আ.লীগের কেউ দুর্নীতি করলে দুদক ব্যবস্থা নেবে: কাদের





qader-1-bssআওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কোনও নেতা দুর্নীতি করলে দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্যবস্থা নেবে। দুদককে এমন নির্দেশনা দেওয়া আছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগে অপকর্ম হয়নি, কেউ করেনি, এটা বলা যাবে না। অপকর্ম হলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। আওয়ামী লীগে এই পলিটিক্যাল কনসার্ন আছে, কাজেই কেউ অনিয়ম-দুর্নীতি করলে শাস্তি আছে। দুদককে বলা আছে— আওয়ামী লীগের কেউ দুর্নীতি-অপকর্ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে।’
তিনি বলেন, ‘এটা অন্তত আওয়ামী লীগে হয়, অন্য কোনও দল ব্যবস্থা নেয় না। বিএনপি তো ব্যবস্থা নেয়ইনি।’
ছাত্রলীগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ক্ষোভ প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি ছাত্রলীগ নিয়ে কোনও কথাই বলবো না। আমি একটি শব্দও বলবো না। প্রতিদিন আপনারা একই প্রশ্নটা কেন করেন?’ এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দেখছেন বলে জানান তিনি।