ভোলায় ৪ জন নিহতের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ





ধর্মভিত্তিক দলের নেতাকর্মীদের বিক্ষোভভোলায় চার জন নিহতের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল হয়েছে। রবিবার (২০ অক্টোবর) আসরের নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় কয়েকটি ধর্মভিত্তিক দলের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন।
মিছিলের আগে সমাবেশে বক্তারা বলেন, ‘আল্লাহ ও মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ভোলায় মুসল্লিদের ওপর নির্বিচার গুলি চালিয়ে এবং মুসল্লিদের শহীদ করে আওয়ামী লীগ সরকার তাদের পতন ত্বরান্বিত করলো। এ হত্যাকাণ্ডের বিরুদ্ধে সারাদেশে তাওহিদি জনতার আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। এ বর্বরোচিত হত্যাকাণ্ডে জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত তৌহিদি জনতা ঘরে ফিরে যাবে না।’
জমিয়তে উলামায়ে ইসলামের ঢাকা মহানগর সভাপতি মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, শেখ গোলাম আসগর, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন প্রমুখ।