বিকল্প নয়, যথাস্থানেই বাবরি মসজিদ পুনর্নির্মাণের দাবি খেলাফত মজলিসের

বিক্ষোভ মিছিল

বিকল্প নয়, যথাস্থানেই বাবরি মসজিদ পুনর্নির্মাণের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণের রায়ের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে দলটি এ দাবি জানায়। রবিবার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীর পল্টনে খেলাফত মজলিসের ঢাকা মহানগর কমিটি এ বিক্ষোভ সমাবেশ করে।

পল্টন মোড়ে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ হয়। এতে শেখ গোলাম আসগর বলেন, ‘ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণের রায় দিয়ে ভারতের সুপ্রিম কোর্ট মুসলমানদের হৃদয়ে কঠিন আঘাত হেনেছে। বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত হেনে ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। ভারতের সুপ্রিম কোর্টের এ রায় আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আমরা এ রায়ের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবো। কোনোক্রমেই মসজিদের জায়গায় মন্দির নির্মাণ করতে দেওয়া হবে না। বাবরি মসজিদ যথাস্থানে পুনর্নির্মাণের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে ১৯৯৩ সালে মতো বাংলাদেশ থেকে অযোধ্যা অভিমুখে লংমার্চের ডাক দেওয়া হবে।’

এর আগে এক বিক্ষোভ মিছিল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মো. আবদুল জলিল, ফয়জুল ইসলাম, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, মো. আবুল হোসেন, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, এহচ এম হুমায়ুন কবির আজাদ, হাজী হারুনূর রশীদ প্রমুখ।