রাঙ্গার গ্রেফতার দাবি

শাহবাগ নিউজের ছবিস্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মশিউর রহমান রাঙ্গার গ্রেফতার দাবি করেছে প্রগতিশীল সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১২নভেম্বর) বিকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাতীয় জাদুঘরের সামনে ‘মশিউর রহমান রাঙ্গাকে অবিলম্বে গ্রেফতার করো’ ব্যানারে প্রগতিশীল গণসংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘স্বৈরাচারবিরোধী আন্দোলনের বীর নূর হোসেনকে কটুক্তিকারী পতিত শাসকের দালাল মশিউর রহমান রাঙ্গার গ্রেফতারের দাবি জানাই। তাকে শুধু ক্ষমা চাইলে হবে না। এ ধরনের বক্তব্যের জন্য শাস্তি পেতে হবে।’

ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেল বলেন, ‘দেশের অবস্থা এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে, এখন আমাদের জাতীয় বীর নূর হোসেনকে নিয়েও কটূক্তির সাহস হয়। এর জন্য শুধু ক্ষমা চাইলে হবে না, ভবিষ্যতে যেন এধরনের কটূক্তি করার কেউ যাতে সাহস না পায়, সেজন্য শাস্তি দিতে হবে। আমরা রাঙ্গার বক্তব্যের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তাদের গ্রেফতার দাবি করছি।’

সমাবেশে সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন। ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মানবেন্দ্র দেবের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক জীবনানন্দ জয়ন্ত, অ্যাক্টিভিস্ট বাকী বিল্লাহ, উদীচী শিল্পীগোষ্ঠীর সহ সাধারণ সম্পাদক সংগীতা ইমাম এবং উপস্থিত ছিলেন গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক আকরামুল হক প্রমুখ।

প্রসঙ্গত, ১০ নভেম্বর নূর হোসেন দিবসে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে গণতন্ত্র দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে দলটির মহাসচিব রাঙ্গা শহীদ নূর হোসেনকে অ্যাডিকটেড ছেলে বলে উল্লেখ করেন।