‘আওয়ামী লীগ সবচেয়ে বড়-শক্তিশালী সংগঠন’

আওয়ামী লীগের ২১তম সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)আওয়ামী লীগকে এগিয়ে নিতে বঙ্গবন্ধু ও নিজের ভূমিকার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আওয়ামী লীগের ওপর বারবার আঘাত এসেছে। আমি জেলায় জেলায় গিয়ে সংগঠন শক্তিশালী করেছি। এখন আওয়ামী লীগ সবচেয়ে বড় ও শক্তিশালী সংগঠন।’ শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বাধীনতাবিরোধীদের ক্ষমতায় বসানো প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতাকে হত্যার পর স্বাধীনতাবিরোধীদের ক্ষমতায় নিয়ে আসা হয়েছে। চাকরি দেওয়া হয়েছে। দল করার সুযোগ করে দেওয়া হয়েছে। যুদ্ধাপরাধের বিচার বন্ধ করে দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘অনেক ষড়যন্ত্রের পরও আওয়ামী লীগকে সুসংগঠিত করেছি। আমাদের লক্ষ্য দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া।’

এর আগে, বিকাল তিনটায় সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

আরও পড়ুন...
আ. লীগ মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে: প্রধানমন্ত্রী

আমরা তৃণমূল পর্যন্ত উন্নয়ন পৌঁছে দিচ্ছি: প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্য পরিবর্তনে বঙ্গবন্ধু কাজ করে গেছেন: শেখ হাসিনা