পৌর নির্বাচন দখলে নিতে চায় সরকার: রিজভী

‘আইনপ্রয়োগকারী সংস্থা ও ক্যাডার বাহিনী’র ব্যবহার করে সরকার পৌর নির্বাচনকে নিজেদের অনুকূলে নেওয়ার প্রয়াস চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ অবস্থায় নির্বাচন সুষ্ঠু করতে ইসিকে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

রবিবার নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনকে উদ্দেশ করে তিনি বলেন, ‘নির্বাচন অবাধ ও স্বচ্ছ নিশ্চিত করতে হলে নির্বাচন কমিশনকে প্রমাণ করতে হবে যে তারা সরকারের ইশারায় কাজ করছে না। এটি করতে না পারলে তা গণতন্ত্রের জন্য বিপদ ডেকে আনবে এবং ইসি একটি সাংবিধানিক আগাছায় পরিণত হবে।’

দেশে গুম, গুপ্তহত্যা, বিচার বহির্ভুত হতাকাণ্ড বাড়ছে দাবি করে রিজভী বলেন, এ অবস্থায় পৌর নির্বাচন কতটা শান্তিপূর্ণ ও স্বচ্ছ এবং জনগণ কতটুকু নিশ্চিন্তে ভোট দিতে পারবে তা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

সকল প্রকার ভয়ভীতি উপেক্ষা করে জনগণ এবং নেতাকর্মীদের ভোটকেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।

রিজভী অভিযোগ করেন, পৌর নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের নির্যাতন, আক্রমণ ও গ্রেফতার বেড়েই চলেছে। ঝিনাইদহ, সাতক্ষীরা, যশোর, ফরিদপুর, নোয়াখালী, ফেনীতে সরকার সমর্থকদের নির্যাতনে নেতাকর্মীরা বাড়িছাড়া হয়ে পড়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন প্রমুখ।

 

/এসটিএস/এফএ/