পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের বক্তব্য উদ্বেগজনক: জিএম কাদের

গোলাম মোহাম্মদ কাদের

 

জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘জম্মু ও কাশ্মির প্রশ্নে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার যে বক্তব্য রেখেছেন, তা সত্যের অপলাপ মাত্র, যা এই উপমহাদেশের জন্য উদ্বেগজনক। জম্মু ও কাশ্মির ইস্যু অবশ্যই ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। ভারতের ভেতরকার সমস্যা ভারতকেই সমাধান করতে হবে। আমরা লক্ষ্য করছি, জম্মু ও কাশ্মিরে শান্তি ফিরিয়ে আনতে ভারত সরকার অনেক অগ্রসর হয়েছে।’

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জাপার প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক বিবৃতিতে কাদের এসব কথা বলেন।

পাকিস্তান দূতাবাসের প্রেস বিজ্ঞপ্তিসুনীল শুভরায় জানান, তারা বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকীর একটি বক্তব্য পেয়েছেন, যাতে বলা হয়েছে—  ‘ভারত অধ্যুষিত জম্মু-কাশ্মিরে ভারতের আগ্রাসন কখনও দেশটির অভ্যন্তরীণ বিষয় ছিল না। এটি জম্মু ও কাশ্মিরের জনগণকে তাদের স্ব-সিদ্ধান্তের অধিকারের প্রতিশ্রুতি দেওয়া জাতিসংঘের প্রস্তাবিত নিরাপত্তা কাউন্সিলের এজেন্ডা সম্পর্কিত একটি আন্তর্জাতিক বিরোধ এবং পাকিস্তানও এটির সঙ্গে সম্পর্কিত।’

জাপা চেয়ারম্যান জিএম কাদের বিবৃতিতে বলেন, ‘আমরা এই উপমহাদেশে শান্তিপূর্ণ পরিবেশ প্রত্যাশা করি। জম্মু ও কাশ্মির প্রশ্নে পাকিস্তান যে বক্তব্য রেখেছে, তাতে এই উপমহাদেশের নিরাপত্তার প্রশ্নে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে হানাদার পাকিস্তানি বাহিনী বাংলাদেশে যেভাবে নির্বিচারে গণহত্যা চালিয়েছিল, তাদের মুখে গণহত্যার অভিযোগ বেমানান। এখন যেহেতু এই উপমহাদেশ শান্তির পথে এগিয়ে যাচ্ছে, তার মধ্যে উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে না করে, পাকিস্তানের উচিত হবে প্রতিবেশীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সব অমিমাংসিত সমস্যা সমাধানের পথ খুঁজে বের করা।’