তাপসের আসনে প্রার্থী হতে চান খোকন

সাঈদ খোকন (ফাইল ছবি)
ঢাকা-১০ আসনের আসন্ন উপনির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনলেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন। শেখ ফজলে নূর তাপস ওই আসন থেকে পদত্যাগ করে মেয়র নির্বাচন করায় আসনটি বর্তমানে শূন্য আছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে সাঈদ খোকনের পক্ষে তার ব্যক্তিগত সহকারী আবুল কালাম আজাদ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তিনি ফরম সংগ্রহ করেন।

সাঈদ খোকন নিজেই বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করে বলেন, ‘আমি ঢাকা-১০ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছি। দল মনোনয়ন দিলে আমি সেখান থেকে নির্বাচনে অংশ নেবো।’

প্রসঙ্গত, সাঈদ খোকন বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হলেও তিনি সদ্য সমাপ্ত দক্ষিণ সিটি নির্বাচনে দলের মনোনয়ন পাননি। এখন তার স্থলে মনোনয়ন পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।

সাঈদ খোকন মেয়র পদে মনোনয়ন না দিলেও তাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য করা হয়। এখন তিনি তাপসের আসেন দলীয় মনোনয়ন চাইছেন।