বাংলা ভাষাকে অবরুদ্ধ করা হয়েছে: রব

জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে বক্তব্য রাখেন আ স ম আবদুর রবরাষ্ট্রের সব পর্যায়ে ব্যবহার না করে বাংলা ভাষাকে অবরুদ্ধ করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম (আবু সাঈদ মোহাম্মদ) আবদুর রব। তিনি বলেন, ‘সর্বোচ্চ আদালতের রায়, উচ্চ শিক্ষা ও গবেষণাকর্মে বাংলা ভাষা ব্যবহার না করায়, মূলত ভাষা বিকশিত না হয়ে অবরুদ্ধ হয়ে পড়েছে।’

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর গুলিস্তানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় এসব কথা বলেন জাতীয় ঐক্যফ্রন্টের এই নেতা। ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে জেএসডি এই সভার আয়োজন করে।

আ স ম আবদুর রব বলেন, ‘৫২’র একুশে ফেব্রুয়ারি রক্ত শপথ নিয়ে গোটা জাতি ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে ৭১ এ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করে। আজ শহীদদের রক্তে রঞ্জিত মহান একুশের সব চেতনাই বিপন্ন। নির্বাচনি প্রহসন ও দুঃশাসনের মধ্য দিয়ে ৬২, ৬৯, ৭১- এর সব অর্জনকেই ম্লান করে দেওয়া হচ্ছে।’

জেএসডি সভাপতি বলেন, ‘ভাষা আন্দোলনের ৬৭ বছর পরও এ দেশের জনগণ ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায় বিচার প্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত। দেশে চলছে হত্যা, ধর্ষণ, লুটপাটের মহোৎসব। তাই এবারের একুশে ফেব্রুয়ারিতে জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারসহ স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্রপ্রশাসন প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার শপথ নিতে হবে।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সভাপতি সা কা ম আনিছুর রহমান খান কামাল, মো. সিরাজ মিয়া, সহ-সভাপতি বেগম তানিয়া রব, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক, মোশারফ হোসেন প্রমুখ।

আরও পড়ুন...
১৪ হাজার টাকা দিয়ে কপালে চুমু দিলেন বঙ্গবন্ধু: আ স ম রব