‘কিছু আলেম মানবতাবিরোধীদের নিয়ে জলঘোলা করছে’

আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরামদেশের কিছু আলেম মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতাদের নিয়ে জলঘোলা করছে বলে অভিযোগ করেছে ‘আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরাম’ নামে একটি সংগঠন। সংগঠনের সভাপতি মাওলানা সদরুদ্দীন মাকনুন বলেন, ‘আমরা অত্যন্ত ক্ষোভ ও দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, বিশ্বব্যাপী যখন ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস, সারা দেশ যখন ব্যস্ত এই মহাবিপদ মোকাবিলায়, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে ইসলামদ্রোহী ও আদালতের পর্যবেক্ষণে যুদ্ধাপরাধী দল জামায়াতে ইসলামী মাথাচাড়া দিয়ে উঠতে মরিয়া হয়ে উঠেছে। জামায়াতের দোসর কিছু নামধারী আলেম দেশের এই সংকটময় পরিস্থিতিতে মানবতাবিরোধী যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত অপরাধীদের মুক্তির দাবি তুলে ঘোলাপানিতে মাছ শিকারের পাঁয়তারা করছে।’

শনিবার (২৮ মার্চ) দুপুরে সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক হোসাইন আহমাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন মাওলানা মাকনূন।

বিবৃতিতে তিনি বলেন, ‘একটি স্বাধীন, সার্বভৌম দেশে মানবতাবিরোধী যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত কোনও ব্যক্তির মুক্তির দাবি তোলা মানে মানবতাবিরোধী অপরাধের সমর্থন দেওয়া, যা একটি গুরুতর অপরাধ।’

বিবৃতিতে বলা হয়, ‘আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরাম ইতোমধ্যে দেশের প্রায় একশজন বরেণ্য আলেমের মতামত সংগ্রহ করেছে। সবাই ঐক্যমত পোষণ করেছেন যে, এই মুহূর্তে কিছুতেই সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী দেলোয়ার হোসাইন সাঈদীর সাজা স্থগিত করা যাবে না। তাকে মুক্তি দিলে দেশে আবার অরাজকতা সৃষ্টি হবে ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হবে। কাজেই তার সাজা বহাল রাখা হোক। কেউ যেন ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা না চালায় সে ব্যাপারে সজাগ থাকুন। গুজব প্রতিরোধে সচেষ্ট থাকুন।’