‘চিকিৎসকদের কাছে এখনও পৌঁছায়নি সুরক্ষা সামগ্রী’




গণসংহতি আন্দোলনসরকারের ঘোষণা থাকলেও এখনও চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের কাছে সুরক্ষা সামগ্রী পৌঁছায়নি বলে অভিযোগ করেছে গণসংহতি আন্দোলন। বৃহস্পতিবার (২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেছেন দলটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

এদিন রাত দশটার দিকে সংগঠনের কেন্দ্রীয় সদস্য সৈকত মল্লিক বাংলা ট্রিবিউনকে বিবৃতির কথা জানান।

বিবৃতিতে জোনায়েদ সাকি ও আবুল হাসান রুবেল বলেন, ‘এখনও বহু ডাক্তারের কাছেই তাদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পৌঁছেনি। ফলে ডাক্তারদের যেমন জীবনের ঝুঁকিতে পড়তে হচ্ছে, তেমনই রোগীরাও বঞ্চিত হচ্ছেন চিকিৎসা সেবা থেকে।’

অবিলম্বে স্বাস্থ্যসেবায় নিয়োজিত সবার জন্য পিপিই নিশ্চিত করার করার জোর দাবি জানান নেতারা।

বাচ্চু ভুঁইয়া স্বাক্ষরিত বিবৃতিতে উদ্বেগ জানিয়ে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা নিয়ন্ত্রণে পরীক্ষার ওপর সবচেয়ে বেশি জোর দিলেও, আমরা দেখছি বাংলাদেশে পর্যাপ্ত পরীক্ষা করা হচ্ছে না। বরং পরীক্ষাকে নানাভাবে নিরুৎসাহিত করা হচ্ছে বলে অভিযোগ করে সংগঠনটি।