ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা হাসনাত

মাওলানা আবুল হাসনাত আমিনীইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর ইন্তেকালে গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসনাত আমিনী। মঙ্গলবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সকাল ৯টায় নরসিংদীর শিবপুর মুন্সেফেরচর ইটাখোলা মোড় ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশিদ, ইসলামী ঐক্যজোট নরসিংদী জেলা সভাপতি মাওলানা মুজিবুর রহমান, জেলা সেক্রেটারি মাওলানা হারিছুল হক, জমিয়তে উলামায়ে ইসলামের জেলা সভাপতি মুফতি আব্দুর রহীম, নেজামে ইসলাম পার্টির প্রচার সম্পাদক মাওলানা মিজানুর রহমান, বাংলাদেশ ইসলামী যুব সমাজের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ নুরুজ্জামান প্রমুখ অংশ নেন। জানাজা শেষে নিজ গ্রাম পূর্ব সৈয়দনগর বায়তুন নূর জামে মসজিদের পাশে সমাহিত করা হয় নেজামীর মরদেহ।

মাওলানা নেজামীর জানাজায় অংশ নিতে ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসনাত আমিনীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নরসিংদীর উদ্দেশে যাওয়ার চেষ্টা করেন। তবে গণজমায়েত ঠেকাতে কাঁচপুর ব্রিজ পার হলে পুলিশ গাড়ি আটকে দেয়। বিভিন্ন পয়েন্ট দিয়ে নরসিংদী প্রবেশে বাধাপ্রাপ্ত হয়ে হন অবশেষে তারা ঢাকা ফিরে আসেন।

প্রসঙ্গত, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী সোমবার (১১ মে) রাত আটটার পর রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে মারা যান।

আরও পড়ুন- 

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা নেজামী আর নেই 

মাওলানা আব্দুল লতিফ নেজামীর দাফন সম্পন্ন