নানামুখী চাপ উপেক্ষা করে অবাধ তথ্য নিশ্চিত করছে বাংলা ট্রিবিউন: মান্না

মাহমুদুর রহমান মান্না

বাংলা ট্রিবিউনের সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘শুরু থেকেই বাংলা ট্রিবিউন নানামুখী চাপ এবং প্রতিকূলতা উপেক্ষা করে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।’

বুধবার (১৩ মে) রাত আটটার দিকে নাগরিক ঐক্যের সদস্য সাকিব আনোয়ার স্বাক্ষরিত এক শুভেচ্ছাবার্তায় মান্না এসব কথা বলেন।

শুভেচ্ছাবার্তায় মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য মানুষের আস্থা অর্জনকারী নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে আমি ব্যক্তিগতভাবে এবং আমার দল নাগরিক ঐক্যের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সেই সঙ্গে বাংলা ট্রিবিউনের সব সদস্যকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।’

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম এই নেতা বলেন, ‘শুরু থেকেই বাংলা ট্রিবিউন নানামুখী চাপ এবং প্রতিকূলতা উপেক্ষা করে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সংবাদ সংগ্রহ ও প্রকাশে গণমাধ্যমকর্মীদের বিভিন্নভাবে বাধা, হয়রানি ও নির্যাতন, ডিজিটাল নিরাপত্তা আইনের যথেচ্ছ অপপ্রয়োগের মাধ্যমে সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে বাধ্য করার প্রয়াস চলছে। গ্রেফতার ও মামলা দেওয়া হচ্ছে। হামলা করা হচ্ছে। কিন্তু সব ঝুঁকি উপেক্ষা করেই নাগরিকদের বস্তুনিষ্ঠ তথ্যপ্রাপ্তি নিশ্চিতে ও জনসচেতনতা বৃদ্ধিতে সাহসী ভূমিকা পালন করছে তারা।’

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘স্বাধীনতার অন্যতম স্তম্ভ হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। তাই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত না করতে পারলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বাংলা ট্রিবিউন এখনও পর্যন্ত তার দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করে আসছে।’

বাংলা ট্রিবিউনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার সংগ্রামে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন মান্না।