করোনার উপসর্গ নিয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম হাসপাতালে ভর্তি

মোহাম্মদ নাসিমকরোনাভাইরাসের উপসর্গ নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সূত্র জানায়, তার পরিবারের একজন সদস্য করোনায় আক্রান্ত হন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তিন দিন আগে তার পরিবারের সব সদস্যের করোনা পরীক্ষা হয়েছিল। তাতে সবাই নেগেটিভ আসে। কিন্তু শারীরিকভাবে মোহাম্মদ নাসিম খারাপ বোধ করায় তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার এক্সরে হলে সেখানে নিউমোনিয়ার সংক্রমণ পাওয়া গেছে।

বিশেষজ্ঞদের পরামর্শে সেখানে তার চিকিৎসা চলছে। তবে গতকাল তার আবার নমুনা পরীক্ষা করা হয়। ফলাফল এখনও পাওয়া যায়নি বলে জানায় হাসপাতাল সূত্র।

হাসপাতালের ওই সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, মোহাম্মদ নাসিম হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বিস্তারিত জানাতে রাজি হয়নি ওই সূত্রটি।