আ. লীগের বিয়ন্ড দ্য প্যান্ডেমিকের চতুর্থ পর্ব আজ

আওয়ামী লীগ

করোনাকাল ও পরবর্তী বাংলাদেশ নিয়ে আওয়ামী লীগের অনলাইন আলোচনা ‘বিয়ন্ড দ্য প্যান্ডেমিক’-এর চতুর্থ পর্ব আজ (২ জুন) অনুষ্ঠিত হবে। ‘করোনা সংকটে জনপ্রতিনিধিদের করণীয়’ শিরোনামে রাত সাড়ে আটটায় শুরু হয়ে এ আলোচনা ১০টা পর্যন্ত চলবে।

এ অনুষ্ঠান দলের ফেসবুক পেজে লাইভ করার পাশাপাশি ইউটিউব ও একটি বেসরকারি টেলিভিশনে সরাসরি প্রচারিত হবে।

আজকের আলোচনায় অংশ নেবেন  আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এস. এম কামাল হোসেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এবং সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ্ আলী ফারহাদ।

যেসব পেজে সরাসরি প্রচার করা হবে সেগুলোর লিংকগুলো হলো-https://www.facebook.com/awamileague.1949 এবং ইউটিউব চ্যানেলে ttps://www.youtube.com/user/myalbd । এছাড়া বেসরকারি টেলিভিশন বিজয় টিভিতে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে।