করোনায় আক্রান্ত জাপা নেতা খালেদের অবস্থা সংকটাপন্ন

খালেদ আখতারজাতীয় পার্টির (জাপা) সাবেক প্রেসিডিয়াম সদস্য ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান মেজর (অব.) খালেদ আখতার করোনা ভাইরাসের আক্রান্ত। বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে ( সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন। তার অবস্থা সংকটাপন্ন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে খালেদ আখতারের স্ত্রী নুসরাত টুম্পা বাংলা ট্রিবিউনকে বলেন, তিনি হাসপাতালে আছেন। তার মানসিক অবস্থা ভালো না উল্লেখ করে আর কথা বলতে চাননি তিনি।
খালেদ আখতারের স্ত্রীর বরাত দিয়ে এরশাদ সাবেক স্ত্রী বিদিশা এরশাদ বাংলা ট্রিবিউনকে বলেন, তার অবস্থা সংকটাপন্ন। তাকে প্লাজমা দেওয়া হয়েছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
বিদিশা জানান, বুধবার (২৪ জুন) বারিধারায় প্রেসিডেন্ট পার্কে খালেদ আখতারের সুস্থতা জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছে এরশাদের ছেলে ও এরশাদ ট্রাস্টের সদস্য এরিক এরশাদ। এছাড়া এতিমখানা কোরআন খতমের করা হবে।
খালেদ আখতার এরশাদের ব্যক্তিগত সহকারী ছিলেন। এরশাদের মৃত্যুর পরে দলের সর্বশেষ নবম কাউন্সিলে তাকে প্রেসিডিয়াম সদস্য থেকে বাদ দেওয়া হয়। যদি সেই সময় জাপার চিফ প্যাট্রন ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ তাকে প্রেসিডিয়াম সদস্য করেন। কিন্তু দলের গঠনতন্ত্র অনুযায়ী রওশন এরশাদ কাউকে পদ দিতে পারেন না বলে উল্লেখ করেছিলেন জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।