পাটকল বন্ধ করার আত্মঘাতী সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে: রব

জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।পাট এবং পাট শিল্পকে এগিয়ে নেওয়া যখন জরুরি তখন ২৫টি সরকারি পাটকল বন্ধের সিদ্ধান্ত আত্মঘাতী বলে দাবি করেছেন জেএসডি'র সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার। তারা বলেন, করোনার বিপর্যয়ে যখন কোটি কোটি মানুষ কর্মহীন, তখন ২৫ হাজার শ্রমিক ছাঁটাই সরকারের অবিবেচনা সুলভ সিদ্ধান্ত কোনওভাবে মেনে নেওয়া যায় না। এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। সোমবার (২৯ জুন) বিকালে এক যুক্ত বিবৃতিতে এসব কথা বলেন তারা।
সরকারের আওতাধীন পাটকলগুলোকে আধুনিকায়ন করার দাবি জানিয়ে তারা বলেন, শ্রমিক-কর্মচারী ও সরকারের প্রতিনিধির সমন্বয়ে অংশীদারিত্ব ভিত্তিক ব্যবস্থাপনা গড়ে তোলে তা চালু রাখতে হবে। পোশাকশিল্পের লাখ লাখ কর্মহীন শ্রমিকের সঙ্গে পাটকলের কর্মহীন শ্রমিকের দীর্ঘ মিছিল সামাজিক অস্থিরতা বৃদ্ধি করবে বলেও মনে করেন তারা।
জেএসসি শীর্ষ এই দুই নেতা বলেন, বেসরকারি খাতের পাটকলগুলো লাভজনক অবস্থায় টিকে থাকতে পারলেও সরকারের আওতাধীন জুট মিলগুলো বছরের পর বছর লোকসান করে যাচ্ছে শুধুমাত্র অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির কারণে। এর দায়ভার রাষ্ট্রকেই বহন করতে হবে।