পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি এলডিপি'র

এলডিপি (একাংশ) সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিমপাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে কথিত ‘গোল্ডেন হ্যান্ডশেক’ প্রক্রিয়ায় শ্রমিক বিদায়ের ঘোষণা বাতিলের দাবি জানিয়েছেন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি (একাংশ) সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেন, 'রাষ্ট্রীয় সম্পদ দখল ও লুট করে নিজেদের পকেটে ভরে বিদেশে পাচারের যে আয়োজন, তা পাটকলের শ্রমিকরা মানবে না।'

পাটকল বন্ধ এবং শ্রমিক ছাঁটাই ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার (২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ কথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, 'করোনাকালে রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে ৫০ হাজার শ্রমিককে কর্মহীন করা এবং লক্ষাধিক মানুষকে নতুন করে দারিদ্র্যের মধ্যে ঠেলে দেওয়া—সরকারের চরম নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ। যখন ৮-১০ লাখ পোশাক শ্রমিক চাকরি হারানোর শঙ্কায় আছে, প্রায় ৩ কোটি লোক নতুন করে দারিদ্র্যসীমায় নেমে এসেছে; তখন পাটকল শ্রমিক এবং এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট মানুষের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া কোনোভাবেই সহ্য করা যায় না।'