ডা. সাগুফা আনোয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাহারা খাতুনের পরিবার তাকে বিদেশ নিয়ে যাচ্ছে, তার ব্যবস্থাই হচ্ছে। সময়টা ঠিক করে তারা আমাদের জানালেই হবে, আমাদের যেসব পেপার্স দেওয়ার কথা ছিল সেগুলো দিয়ে দিয়েছি, সবই রেডি, সবই সেট করা।’
তার পরিবার সূত্রে জানা গেছে, তাকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হবে। সাহারা খাতুন গত ২ জুন থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৬ জুন থেকে তিনি আইসিইউতে রয়েছেন।
এর আগে, গত বুধবার আওয়ামী লীগের সিনিয়র এ নেতার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড জানায়, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন:
আইসিইউতে সাহারা খাতুন