২০ দলীয় জোটের বৈঠক, কাল সংবাদ সম্মেলন

 

২০ দলীয় জোট

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় শুরু হয়ে দুপুর প্রায় সোয়া দুইটা পর্যন্ত বৈঠকটি চলে। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান সভাপতিত্ব করেন। এতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ জোটের প্রায় অধিকাংশ নেতারা অংশগ্রহণ করেন। বৈঠকের সিদ্ধান্তগুলো জানাতে  সোমবার (৬ জুলাই) ভার্চুয়াল সংবাদ সম্মেলন করবে ২০ দলীয় জোট

জোটের একাধিক শরিক দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণের পর এই প্রথমবারের মতো ভার্চুয়াল বৈঠক করে ২০ দলীয় জোট। দীর্ঘদিন পর জোটের কোনও বৈঠকে উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্ব করলো জামায়াত। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক বিষয়গুলোই প্রাধান্য পেয়েছে বলে জানান শরিক একটি দলের প্রধান। তিনি জানান, করোনাভাইরাস, নতুন অর্থবছরের বাজেট, চিকিৎসা ব্যবস্থার দুরাবস্থা, কৃষকদের ঋণ প্রণোদনা দেওয়া, শহর ছেড়ে গ্রামে ফেরা মানুষের কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন বিষয় উঠে আসে নেতাদের আলাপে।

জোটের আরেক শরিক দলের নেতারা জানান, ভার্চুয়াল বৈঠকে পাটকল বন্ধ, শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়া, উচ্চাভিলাষী বাজেট প্রত্যাখ্যান করার বিষয়টিও নেতাদের আলাপে স্থান পেয়েছে।

বৈঠক সূত্র জানায়, ভার্চুয়াল বৈঠকে অলি আহমেদ ছাড়া অন্যান্য দলের নেতাদের মধ্যে মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, মোস্তাফা জামাল হায়দার, আহমদ আবদুল কাদের, অ্যাডভোকেট আবদুর রকিব, গরিবে নেওয়াজ, আজাহারুল ইসলাম, শাহাদাত হোসেন সেলিমসহ অনেকে অংশগ্রহণ করেন।

তবে, জোটের শরিক একাধিক দলের সূত্রে জানা গেছে, অলি আহমেদ বৈঠকের শুরুতে অংশগ্রহণ করলেও কিছু সময় পর তাকে দেখা যায়নি। কারও কারও দাবি, তিনি ভার্চুয়াল বৈঠক শুরু হওয়ার পরই চলে যান।

জানতে চাইলে জোটের শরিক জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেকদিন পর জোটের মিটিং হয়েছে, ভার্চুয়ালি। এই বৈঠকে বাজেট, করোনা মহামারিসহ রাজনৈতিক নানা বিষয়ে সবাই নিজেদের চিন্তা তুলে ধরেছেন। সবাই একমত হয়েছেন, এসব চিন্তা আমরা সরকারের উদ্দেশে জানাবো।’

মিয়া গোলাম পরওয়ার জানান, সোমবার জোটের বৈঠকের সিদ্ধান্ত ও অবস্থান জানাতে সংবাদ সম্মেলন করবেন জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান। ভার্চুয়ালি এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপির চেয়ারপারসেনর মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার (৬ জলাই) দুপুর দুইটায় ২০ দলীয় জোটের সংবাদ সম্মেলন হবে। এতে জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান বক্তব্য দেবেন। বিএনপির দলীয় ফেসবুক পেজে তা প্রচার করা হবে।’