মুজিববর্ষ উপলক্ষে বিসিএসআইআরে আ.লীগের বৃক্ষরোপণ

বিসিএসআইআর চত্বরে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির বৃক্ষরোপণমুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদে (বিসিএসআইআর) বৃক্ষরোপণ করেছে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি। রবিবার (১৩ সেপ্টেম্বর) এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন এবং বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফতাব আলী শেখ উপ-কমিটির সদস্যদের নিয়ে সেখানে বৃক্ষরোপণ করেন।

বিসিএসআইআর চত্বরে ছাতিম, নাগেশ্বর, আগর, মহুয়া, পলাশ, অশোকসহ বিরল প্রজাতির নানা ধরনের গাছ লাগানো হয়। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহেনার জন্মদিন উপলক্ষে সেখানে সোনালু ও হৈমন্তী চারা রোপণ করা হয়।