প্রবৃদ্ধির সঙ্গে দেশে গরিবও বেড়েছে: মেনন

রাশেদ খান মেননবাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, “করোনায় জাতীয় প্রবৃদ্ধি বাড়লেও কর্মহীন হয়ে পড়েছে বিশাল সংখ্যক গরিব মানুষ। এই সমস্যার সমাধান না করতে পারলে সামাজিক ক্ষেত্রে যে অস্থিরতা তৈরী হবে, তা রাজনীতিতেও প্রভাব বিস্তার করবে।’

বৃহস্পতিবার  (১৭ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে পার্টির সভাপতি একথা বলেন।

মেনন আরও বলেন, ‘দেশে বৈষম্য বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। করোনা তাকে আরও বাড়িয়ে তুলেছে। করোনাত্তর অর্থনীতি এগিয়ে নিতে বৈষম্য আর দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

সভায় পার্টির পলিটব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিক ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া কৃষক- খেতমজুর সংগঠন জোরদার করার আহবান জানান।

সভায় ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক আবু সাঈদ খান সভায় করোনাকালীন সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ওয়ার্কার্স পার্টির কার্যক্রমের বিবরণ তুলে ধরেন।