সাম্প্রদায়িক সম্প্রীতিই বাংলাদেশের একমাত্র পরিচয়: বিএনপি

পূজামণ্ডপশারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (২৫ অক্টোবর) সকালে এ শুভেচ্ছাবাণী দেন বিএনপির এই দুই শীর্ষ নেতা।

বিএনপির কেন্দ্রীয় দফতরের চলতি দায়িত্বশীল সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত বাণীতে মির্জা ফখরুল বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। আমরা সবাই বাংলাদেশি, এটিই আমাদের গর্ব, এটিই আমাদের একমাত্র পরিচয়।’

ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ফটো)‘এই উৎসব বাংলাদেশের একটি শাশ্বত সার্বজনীন উৎসব। উৎসব জাতি-রাষ্ট্রে সর্বমানুষের মিলন ক্ষেত্র। বিএনপি আবহমানকালের ঐতিহ্যের ধারায় “ধর্ম যার যার, রাষ্ট্র সবার” নীতিতে এবং ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধে বিশ্বাস করে’—যোগ করেন ফখরুল।

ফখরুল অভিযোগ করেন, ‘এই সরকারের আমলে সাম্প্রদায়িক উস্কানি, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়সহ হিন্দু সম্প্রদায়ের দেবালয়ে আক্রমণ ও ভাঙচুর অতি মাত্রায় সংঘটিত হচ্ছে। বর্তমানে দুর্গাপূজার প্রাক্কালে দেশের কয়েকটি স্থানে প্রতিমা ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির ঘটনা উদ্বেগজনক।’