উত্তরখানে নৌকার প্রার্থী হাবীবের নির্বাচনি প্রচার

নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উত্তরখান এলাকায় জনসংযোগ করেন হাবীব হাসান ঢাকা-১৮ আসনের আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবীব হাসান রাজধানীর উত্তরখান এলাকায় জনসংযোগ করেছেন। বুধবার (২৮ অক্টোবর) দিনব্যাপী উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত ৪৪ নম্বর ওয়ার্ডে তিনি পাড়া-মহল্লার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ভোট চান।

এ সময় হাবীবের পক্ষে লিফলেট বিতরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নৌকার পক্ষে ভোট চাওয়া হয়।

এদিনে নির্বাচনি প্রচারে তার সঙ্গে উপস্থিত ছিলেন– ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, সাবেক উপ-প্রচার সম্পাদক আজিজুল হক রানা, স্থানীয় আওয়ামী লীগ নেতা এসএম তোফাজ্জল হোসেন, উত্তরখান থানা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, কাউন্সিলর শফিকুল ইসলাম, ছাত্রলীগ উত্তরের সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয় প্রমুখ।

নির্বাচনি প্রচার নিয়ে জানতে চাইলে হাবীব হাসান বাংলা ট্রিবিউনকে জানান, স্বাস্থ্যবিধি মেনে তারা প্রচার চালাচ্ছেন। বাড়ি বাড়ি গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে মানুষের কাছে ভোট চাচ্ছেন। তিনি বলেন, ‘জনগণের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। নেতাকর্মীদের মধ্যে বিপুল উচ্ছ্বাস-উদ্দীপনা এসেছে। ইনশাল্লাহ শান্তিপূর্ণভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হবে এবং নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে।’