ব্যানারবিহীন বিক্ষোভের আহ্বান চরমোনাই পীরের


চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (ছবি: সাজ্জাদ হোসেন)

ফ্রান্সে হযরত মুহাম্মদ (সা.) এর ‘ব্যঙ্গচিত্র প্রদর্শনের’ প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সারাদেশে জেলায়-জেলায় বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন। এছাড়াও শুক্রবার (৩০ অক্টোবর) দেশের ইমাম ও খতিবদের নেতৃত্বে ব্যানারবিহীন পৃথক বিক্ষোভ সমাবেশ পালনের আহ্বান জানিয়েছেন দলটির আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর। মঙ্গলবার তিন দফা কর্মসূচি ঘোষণা করে এ আহ্বান জানান তিনি।

বুধবার (২৮ অক্টোবর) দলের পক্ষ থেকে  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চরমোনাই পীর ঘোষিত তিন দফা কর্মসূচির মধ্যে রয়েছে— বৃহস্পতিবার জেলায় জেলায় দলীয় বিক্ষোভ, শুক্রবার (৩০ অক্টোবর) সারাদেশের প্রতিটি মসজিদ থেকে ইমাম ও খতিবের নেতৃত্বে ব্যানারবিহীন বিক্ষোভ মিছিল এবং ১৩ নভেম্বর ‘ধোলাইপাড়ে মূর্তিবিরোধী’ সমাবেশ কর্মসূচি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখার উদ্যোগে দক্ষিণ কেরানীগঞ্জের জোড়াব্রিজ থেকে বৃহস্পতিবার বাদ আসর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।