আমাদের সিইসির অফিসে বসা ছাড়া উপায় থাকবে না: জাহাঙ্গীর

জাহাঙ্গীর হোসেনঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করলেও বিএনপি তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ‘আমরা প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশে বলতে চাই, আপনারা যদি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করেন, এলাকায় যদি গণসংযোগ করতে না পারি; তাহলে ওই সিইসি’র অফিসে বসা ছাড়া আমাদের কোনও উপায় থাকবে না।’   

সোমবার (২ নভেম্বর) রাজধানীর উত্তরা ৮ নম্বর সেক্টরের মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতন, আইচি হাসপাতাল, মহিলা ও শিশু হাসপাতাল ও পল্লী বাজার এলাকায় গণসংযোগ শেষে পলওয়েল শপিংমলের সামনে সংক্ষিপ্ত পথসভায় এস এম জাহাঙ্গীর হোসেন এসব কথা বলেন। 

গণসংযোগে জাহাঙ্গীরের সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা রাজীব আহসান, আকরামুল হাসান, যুবদলের মোর্ত্তাজুল করিম বাদরু, সোহেল আহমেদ, মহানগর বিএনপি নেতা আবদুল আলীম নকি, স্বেচ্ছাসেবক দলের ফখরুল ইসরাম রবিন, বাঙলা কলেজ ছাত্রদলের সভাপতি আইয়ুব হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।