রাষ্ট্র মেরামত জরুরি: এবি পার্টি

বক্তব্য রাখছেন এবি পার্টির আহ্বায়ক সোলায়মান চৌধুরী

বাংলাদেশ রাষ্ট্র হিসেবে বিধ্বস্ত — এই রাষ্ট্র মেরামত করা অতীব জরুরি হয়ে পড়েছে বলে মনে করে আমার বাংলাদেশ (এবি) পার্টি। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে সংগঠনের এক কর্মশালায় এ কথা বলেছেন এবি পার্টির আহ্বায়ক সাবেক জনপ্রশাসন সচিব এএফএম সোলায়মান চৌধুরী।

রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ে এবি পার্টি-ইয়ুথ আয়োজিত ‘রাষ্ট্র পুনর্গঠনে যুব সমাজের সম্পৃক্ততা’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।

এএফএম সোলায়মান চৌধুরী বলেন, ‘দেশের সিংহ ভাগ নাগরিক হচ্ছে যুব সম্প্রদায়। এই যুব সম্প্রদায় অমাদের দেশের সম্পদ। এই সম্পদকে সর্বোচ্চ কাজে লাগাতে হবে। মাদক, সন্ত্রাস, চরমপন্থা ও লুটপাটের নেশা থেকে যুব সমাজের মুখ ফিরিয়ে নিয়ে জনসেবা ও সমস্যা সমাধানের কাজে সম্পৃক্ত করে দেশ পুনর্গঠনের নেশায় উদ্বুদ্ধ করবে এবি পার্টি।’

কর্মশালায় উপস্থিত ছিলেন— এবি পার্টির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্য সচিব মজিবুর রহমান মন্জু, সহকারী সদস্য সচিব এএফ উবায়দুল্লাহ মামুন, সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান প্রমুখ।