বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ক্ষমার অযোগ্য: ওয়ার্কার্স পার্টি

ওয়ার্কার্স পার্টিজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে ঔদ্ধত্যপূর্ণ কথা ও আচরণ ক্ষমার অযোগ্য বলে মনে করে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো। সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানায় দলটি।

বিবৃতিতে বলা হয়, মুজিববর্ষে যখন জাতি বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম, তার আদর্শ ও একটি স্বাধীন গণতান্ত্রিক সমতাভিত্তিক উন্নত বাংলাদেশ গড়ে তোলায় তার লক্ষ্যকে স্মরণ করছে, তখন একটি মহল তার ভাস্কর্য নিয়ে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে, তা ক্ষমার অযোগ্য।

‘ওয়ার্কার্স পার্টি ইতোপূর্বে লালনের ভাস্কর্য এবং হাইকোর্টের ন্যায়বিচারের প্রতীক ভাস্কর্য নিয়ে স্পষ্টই বলেছে— ভাস্কর্য আর মূর্তি এক জিনিষ নয়। একে মূর্তি পূজার সঙ্গে তুলনা করা কেবল বালখিল্যতা নয়, ধর্মের বিকৃতি।’

ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে আরও বলা হয়, এসব লোকের বিবৃতি ও বক্তৃতায় বঙ্গবন্ধুর সম্মান এতটুকু ক্ষুণ্ন হবে না। তিনি জাতির কাছে চিরজীবী থাকবেন। কিন্তু এসব লোককে অব্যাহতভাবে এসব দাবি করার সুযোগ দিলে তারা উদ্ধত্যের চরম পর্যায়ে পৌঁছবে।’