সরকারি দলের কলহে ভীতি সৃষ্টি হয়েছে: বাবলু

জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, ‘সরকারি দলের অন্তর্কলহ প্রকাশ্যে চলে এসেছে। এই অশনি সংকেত ভালো নয়। এতে সাধারণ মানুষের মাঝে ভীতি সৃষ্টি হয়েছে।’

শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় তরুণ পার্টি ঢাকা মহানগর উত্তরের প্রথম দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘সরকারি দলের এক সংসদ সদস্য তাদের এক শীর্ষ নেতাকে রাজাকার পরিবারের সদস্য বলেছেন। এক শীর্ষ নেতার পৌর নির্বাচনকে ঘিরে প্রকাশ্যে এসেছে এই বিরোধ। তারা নিজেদের স্বার্থ নিয়ে এতটাই ব্যস্ত যে জনগণের স্বার্থ নিয়ে ভাবনার সময় নেই তাদের। অবস্থা এমন হয়েছে যে বিরোধী দলের আর কিছুই বলতে হচ্ছে না। নিজেরাই নিজেদের অপকর্ম প্রকাশ্যে তুলে ধরছেন তারা।’

সম্মেলনে উদ্বোধনী বক্তৃতা করেন জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন মৃধা। জাতীয় তরুণ পার্টির মহানগর উত্তর-এর আহ্বায়ক কে এম সুজনের সভাপতিত্বে  ও সদস্য সচিব কে এম কামাল উদ্দিন স্মরণের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির প্রমুখ।